বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : আশুলিয়ার থানার নতুন ভবন মাদক মামলা দিয়ে যাত্রা শুরু করেছে। র্যাবের দায়ের করা মাদক মামলায় আসামী দু’জন এবং জব্দ তালিকায় উদ্ধার হওয়া ৪৯৪ বোতল ফেন্সিডিল। এছাড়া জব্দ করা হয়েছে একটি ট্রাক ও ২টি মোবাইল ফোন সেট।
শনিবার দুপুরে (২ জানুয়ারি) আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামীরা হলেন, ভোলা জেলার চরফ্যাশন থানার আহম্মদপুর গ্রামের গনি মাস্টারের ছেলে গাড়ী চালক আনিসুর রহমান (৪০) ও তার সহকারী মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বরটিয়া দানেস সরদারের ছেলে বকুল সরদার (২৫)। তারা দু’জনে আশুলিয়া বাইপাইল বসুন্ধরা এলাকায় আলাদা আলাদা বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতো। এর আগে ভোরে আশুলিয়ার বাইপাল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে একটি নীল রঙের পিকআপে করে মাদকের বড় চালান ঢাকায় প্রবেশ করছে-এমন সংবাদের ভিত্তিতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের খান মার্কেটের সামনে তল্লাশী চৌকি স্থাপন করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে খান মার্কেটের সামনে পিকআপটি থামিয়ে পালানোর চেষ্টার সময় এ দু’জনকে গ্রেফতার করে র্যাব। আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপটি তল্লাশী করে বিশেষ কৌশলে রাখা ৪৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, আশুলয়িা থানার নতুন ভবন শনবিার (২ জানুয়ারী) উদ্বোধন করা হয়ছে।ে এর আগে একটি ভাড়া বাড়তিে থানার র্কাযক্রম চালানো হতো। নতুন এ ভবন হওয়ায় আশুলয়িা থানার নজিস্ব জায়গায় অফসি করবনে আশুলয়িা থানা পুলশি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথিি হসিাবে উপস্থতি ছলিনে, ঢাকা রঞ্জে ডআিইজি হাববিুর রহমান বপিএিম (বার),পপিএিম (বার)।
এসএস