শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালক (কান্ট্রি প্রধান) নিযুক্ত হয়েছেন রঞ্জন ফ্রান্সিস রোজারিও। কারিতাস সাধারন পরিষদের ১০২তম সভায় তাকে এ নিয়োগ প্রধান করা হয়। ১ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেছেন।
রঞ্জন ফ্রান্সিস রোজারিও ১৯৯১ সালে কারিতাসের ঢাকা আঞ্চলিক অফিসে যোগদান করেন। ২০১৬ সাল থেকে তিনি পরিচালক (কর্মসূচী) পদে কারিতাস কেন্দ্রিয় অফিসে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে মাষ্টার্স এবং অপর আরেকটি বিশ্ববিদ্যালয় হতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কারিতাসে তার দায়িত্বের পাশাপাশি তিনি এপিসকোপাল কমিশন ফর জাস্টিজ এন্ড পিস এর উপদেষ্টা, এপিসকোপাল ইয়ুথ কমিশনের নির্বাহী সদস্য এবং ঢাকা মহাধর্ম প্রদেশের সমন্বয় কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
রঞ্জন ফ্রান্সিস রোজারিও ১৯৬১ সালের ৭ সেপ্টেম্বর সাভারের অজপাড়াগা কমলাপুর গ্রামে জন্মগ্রহন করেন। নবম বিএমএ লং কোর্সের অফিসার্স ক্যাডেট হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে তিনি কিছু দিন জার্মান প্রজেক্টে কাজ করেন। পারিবারিক জীবনে রঞ্জন ফ্রান্সিস রোজারিও’র স্ত্রী লাভলী লিন্ডা রোজারিও দুই পুত্র প্রতীক রোজারিও এবং অভিক রোজারিও।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস