রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
খুলনায় করোনায় মৃত ব্যক্তির ২ শিশু সন্তানও আক্রান্ত।ছবি- সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির দুই শিশু সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে(১৪) ও আরেক ছেলের (৩) নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।
খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ জানান, বুধবার খুলনা মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দুই ছেলের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আনিসুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকালে রূপসা উপজেলার ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান। কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর মঙ্গলবার রাতে পরীক্ষার জন্য তার দুই ছেলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ বুধবার দুপুরে পরীক্ষার ফলাফলে তারা করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছে। ওই দুটি শিশু বর্তমানে বাড়িতেই আছে।
ডা. আনিসুর জানান, নূর আলমের সংস্পর্শে আসা মোট ৬ জনের নমুনা মঙ্গলবার রাতে খুমেকের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ও চারজনের ফলাফল নেগেটিভ।
তিনি আরও জানান, আজ বুধবার মৃত ব্যক্তির স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়ির পাশ্ববর্তী ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এসএস