রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১৭ জনকে আটক করে জরিমানা করা হয়েছে। এছাড়াও ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর তত্ত্বাবধানে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং মো. তাহমিদুল ইসলাম।
নগরীর ডাক বাংলা, শিববাড়ি মোড়, নিউ মার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ২৫০ বেড, বয়রা বাজার, বৈকালি এবং নতুন রাস্তার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও দাকোপ, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান চালানো হয়।
অভিযানে ১৭ জনকে আটক করে ১৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এছাড়াও ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
এসএস