রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদ (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে। ধর্ষিতা ওই নারী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ধর্ষণ মামলা করেছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সিলেট থেকে ছেড়ে আসা সুরমা মেইলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ওই ট্রেনে থাকা একাধিক ব্যক্তি।
গ্রেফতার জাহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করার সময় ট্রেনের জেনারেটর অপারেটর জাহিদ ওই নারীকে জেনারেটর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে যাত্রীরা জাহিদকে আটক করে রাখেন। পরে ট্রেন শ্রীমঙ্গলে থামলে তাকে শ্রীমঙ্গল রেল পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন সুরমা মেইল ভানুগাছ স্টেশন ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে পৌঁছালে এ ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে মেয়েটি টয়লেটে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ তাকে জোর করে পাশের একটি অন্ধকার কমপার্টমেন্টে নিয়ে ধর্ষণ করে। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে এসে পৌঁছালে মেয়েটি প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকেন।
এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহিদকে আদালতে পাঠানো হয়েছে।
এসএস