রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ড দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করায় দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার বিবিসির খবরে বলা হয়েছে, জাহাজটি অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে।
ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ২০জন ক্রুসহ হানকুক চেমি নামের জাহাজটি তারা সোমবার ওমান উপকূলের কাছ থেকে আটক করে। পরিবেশ আইন লংঘন করার অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে বলে জানায় তারা। তারা বলেন, জাহাজটির ‘রাসায়নিক দ্রব্য পারস্য উপসাগরের পানি দূষিত করছিল।’ তবে দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
জাহাজটি ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে আটক রাখা হয়েছে। হানকুক চেমি জাহাজের আটক ২০জন ক্রুদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভিয়েতনামের নাগরিক। ইতোমধ্যে, দক্ষিণ কোরিয়ার জল-দস্যু মোকাবেলা ইউনিটের সদস্যদের নিয়ে চই ইয়ং নামে একটি বিধ্বংসী রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। হরমুজ প্রণালীর এই অঞ্চল সামরিক কৌশলগত দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ একটি এলাকা।
দক্ষিণ কোরিয়া বলেছে, তারা কোন সামরিক তৎপরতায় যেতে চায় না। বিষয়টি দ্বিপাক্ষিকভাবে কূটনৈতিক উপায়ে সমাধানে আগ্রহী বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চোই ইয়ং-সাম।
ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের ৭০০ কোটি ডলার আটকে থাকার বিষয়টি নিয়ে ইরানে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই জাহাজ আটকের ঘটনা ঘটল।
দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী চোই জং-কুন আগে থেকেই নির্ধারিত এক সফরে আগামী সপ্তাহে ইরানে যাচ্ছেন বলেও ওই মুখপাত্র জানান।
ইরান তাদের জব্দ করা অর্থসম্পদ ছাড়ানোর ব্যাপারে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের ওপর চাপ দিতে এই জাহাজ আটক করেছে এমন অনুমান নাকচ করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী কাং কিউং-হোয়া।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের আগে সব তথ্য যাচাই করে দেখতে হবে এবং আমাদের জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘জাহাজটির দ্রুত মুক্তির জন্য আমরা কূটনৈতিক তৎপরতা শুরু করেছি।’
এসএস