শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর শাখার অন্তর্গত ধামরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের বিরুদ্ধে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জামিল হোসেনকে মারধরের অভিযোগ উঠে।
এছাড়া প্রেসবিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের কাছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলকে বহিষ্কারের সুপারিশ করেছে।