বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫তম ব্যাচের কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকারকে সভাপতি এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের একটি সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (৩৫তম) ব্যাচের দপ্তর সম্পাদক আরাফাত মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সাধারণ সভা পরিচালনা করেন বিদায়ী কমিটির সভাপতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মোছা. আকলিমা বেগম, কোষাধ্যক্ষ নারায়ণগঞ্জের বন্দর ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। দপ্তর সম্পাদক টাঙ্গাইলের নাগরপুরের ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান ।