শনিবার, ০৩ মে ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
রাজধানীর বাবুবাজারে চালের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে চারটি চালের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৭ আগস্ট) সকালে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চলে।
অভিযানে রেজাউল এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, মেসার্স আলিফ রাইস এজেন্সিকে ২০ হাজার, মেসার্স মদিনা রাইস এজেন্সিকে ১০ হাজার এবং মেসার্স তৃপ্তি ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই দোকানগুলোতে চালের কোনো ক্রয় রশিদ ছিল না। এছাড়া দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ছিল না মূল্যতালিকা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চাল বিক্রি করছিল তারা।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল বলেন, মিলগেটে চালের দাম কমলেও আড়তে দাম কমছে না। গত এক সপ্তাহ আগে ২৮ টাকার চাল ৫৪-৫৬ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আজ অভিযানে এসে দেখলাম একই দাম। তার মানে মিলগেটে দাম কমলেও আড়তে ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না।
তিনি আরও বলেন, প্রত্যেকটা দোকানে এবং আড়তে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরও দাম কেন বাড়ানো হচ্ছে? এ নিয়ে আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা।