সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পানি উন্নয়ন বোর্ড। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। পরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদী, খাল ও জলাশয়ের খনন কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
দীর্ঘদিন পরে হলেও এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। পরে উপজেলা পরিষদে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।