বুধবার, ০৭ মে ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
পানিতে ডুবে মৃত্যু। প্রতীকী ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শনিবার দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজনের নাম লিজা আক্তার (১৫) ও তারই আপন ছোট বোন জান্নাতি আক্তার (৭)।
ভাণ্ডারিয়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর এলাকার বাসিন্দা আলী হোসেন তালুকদারের মেয়ে তারা দুজন। গাজীপুর দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার ও তার ছোট বোন দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জান্নাতি আক্তার আনুমানিক দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। এ সময় ছোট বোন জান্নাতি গোসল করতে গিয়ে স্রোতে ভেসে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন লিজাও পানিতে ডুবে মারা যায়।
এদিকে গোসল করে বাড়ি ফিরতে দেরি দেখে স্বজনরা অনেক খুঁজে পরে খালে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই বোনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। অন্যদিকে দ্ইু বোনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে সহপাঠীসহ শুভাকাঙ্ক্ষীরা তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় জমিয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এসএম