বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু তাই বর্তমান সরকারের সময় কোন মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীদের জায়গা এ দেশের মাটিতে নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, সরকার নতুন করে গৃহহীনদের আরও ঘর নির্মাণ করে দেবে। জঙ্গি ও সন্ত্রাসীদের সরকার কঠোর ভাবে দমন করেছে। দেশে কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, চেয়ারম্যান সোহেল রানা, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস