মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার পৌর এলাকার সিআরপি, ডগরমোড়া, চাপাইনসহ কয়েকটি এলাকায় ছিনতাই, মাদক, হত্যাকান্ডসহ নানা ধরনের অসামাজিক কার্যক্রম বেড়েছে। এ অবস্থায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গঠিত সিআরপি ইউনিটি আয়োজিত এ সকল অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান, সাভার থানার ওসি (অপারেশন) আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় পৌর মেয়র হাজী আবদুল গণি বলেন, যেকোন মূল্যে সন্ত্রাস ইভটিজিং প্রতিরোধ করা হবে। এ সকল কার্যক্রম প্রতিরোধ না করা গেলে সমাজের পরিবেশ রক্ষা হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্যায়কে কোন অবস্থাতেই সহ্য করা হবে না। তিনি পিতা-মাতা কিংবা অভিভাবকদের প্রতি নিজ নিজ সন্তানদের চলাফেরার বিষয়ে খেয়াল রাখার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, পিতা-মাতার অবহেলায় সন্তান বখে যায়। উঠতি বয়সি কিশোর তরুণ সন্তানটি যেন খারাপ পথে না যায়, বিপদগামী না হয়, নিজ ঘর থেকে বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে।
এসএস