বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
স্টাফ রিপোটার : আরমাত্র ১দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভার পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার মাঠ। সাভার পৌর এলাকার অলিগলি প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। দিন-রাত চলছে প্রচার-প্রচারণা, উঠান বৈঠক আর সভা-সমাবেশ। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি।
দীর্ঘ পাচ বছর পর ১৬ জানুয়ারী শনিবার সাভার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর ভোট হওয়ায় ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।
পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুণছেন ভোটাররা।
এদিকে, পুরো পৌর এলাকায় অলি-গলি ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে। আজ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। আর তাই শেষ মুহূর্তে ভোটারদের কাছে দৌড়ঝাঁপ আরও বাড়িয়ে দিয়েছেন প্রার্থীরা। ভোটকে কেন্দ্র করে পুরো সাভার এলাকায় যেন উৎসবের আমেজ বিরাজ করছে।
অপরদিকে, প্রচারণা নিয়ে নিয়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললেও ভোটের মাঠ শান্ত রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নির্বাচনী মাঠে প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত সাভার পৌরসভায় মোট ভোট কেন্দ্র ৮৪টি। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৮৮। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ৫৮৭ ও নারী ৯৩ হাজার ৫০১ জন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৪০ জন প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মাঠে রয়েছেন ।
মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী উভয় দলের একক প্রার্থী মাঠে রয়েছেন। মাঝে মাঝে দেখা যাচ্ছে হাতপাখাকেও।
বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব মো. রেফাত উল্লাহ বলেন, ভোটের মাঠ ভালো রয়েছে। জনগণও ভোটের অপেক্ষায় আছে। সুষ্ঠু পরিবেশে ভোট হলে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। বিজয়ী হলে সকলকে নিয়ে স্বপ্নের পৌরসভা গড়বো।
এসময় তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মেয়র প্রার্থীর লোকজন বিভিন্নভাবে আমাদের প্রচার-প্রচারণায় কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মেয়র হাজি আব্দুল গনি।
তিনি বলেন, সাভারে ভোটের পরিবেশ বিগত সময়ের চেয়ে অনেক শান্ত রয়েছে। আমরা প্রতিপক্ষদের সহযোগিতা করছি। হাজি আব্দুল গনি আরও বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিজয়ী হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং ডিজিটাল পৌরসভা করার জন্য অবকাঠামোর উন্নয়ন করবো।
জেলা রিটার্নিং অফিসার মুনির হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব্বোর্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএস