বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
অনুপম কর নিপন। ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুরে সহপাঠীর সঙ্গে আড্ডা ও চলাফেরা না করায় কিশোর গ্যাংয়ের হামলায় জীবনশঙ্কায় রয়েছে অনুপম কর নিপন (১৫) নামে এক স্কুলছাত্র।
গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র নিপন গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকার নিখিল কর লিটনের ছেলে। নিপন ওই স্কুলের ফুটবল খেলোয়াড়।
নিপনের বাবা জানান, মঙ্গলবার দুপুরের খাওয়া-দাওয়া শেষে ফুটবল খেলায় অংশ নেয়ার জন্য নিপন বাসা থেকে শিমুলতলী এলাকার স্কুলে যাচ্ছিল। বাসার কয়েক গজ যাওয়ার পরপরই ৭-৮ জন কিশোরের একটি দল রড, লাঠি ও চাপাতি নিয়ে তার রিকশার গতিরোধ করে।
এ সময় তারা নিপনকে রিকশা থেকে নামিয়ে বেধড়ক কুপায় ও মারধর করতে থাকে। এতে নিপন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অপারেশন করা হলেও অবস্থার তেমন উন্নতি না হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) তাকে রাখা হয়েছে।
আহত নিপন বর্তমানে কোমা’য় রয়েছে। বখাটে এক সহপাঠীর সঙ্গে আড্ডা ও চলাফেরা না করায় ওই সহপাঠীর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হামলা চালিয়েছে।
জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসকদের মতে, আহত স্কুলছাত্রটির বর্তমান অবস্থা ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে। পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসএস