সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সাভারে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি কলেজ রোড এলাকায় আওয়ামী লীগ নেতা এসএম কামরুল আহসান সোনাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসএম কামরুল আহসান সোনাহার সাভার পৌর যুবলীগের সহ-সভাপতি বলে জানা যায়।
এসএম কামরুল আহসান সোনাহারের ছেলে জাহেরুল জানান, রাতে দোতলায় এক রুমে ৩ মেয়ে ও আরেক রুমে স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন। আনুমানিক ভোরেরদিকে তার ঘরে চুরির ঘটনা ঘটে। রোববার সকালের ঘুম ভাঙলে ঘরের ভেতরে সব ছড়ানো ছিঁটানো অবস্থায় দেখতে পান তিনি। পরে খোজাখুজি করে ঘরের জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তিনি আরও জানান, বাড়ির স্টিলের গেইট কেটে করে কৌশলে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে ওয়ারড্রোব থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকা ও ৩টি এন্ড্রেয়েড মোবাইল ফোন চুরি হয়। প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠলেও রোববার সকালে দেরি করে ঘুম ভাঙে তার। সম্ভবত নেশাজাত কিছু তার নাকে শুকিয়েছিল তারা।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী ৮-১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা খোয়া যাওয়ার কথা দাবি করছেন। প্রাথমিকভাবে এটা চুরিই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।