সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ধর্ষন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারান নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃতের রিপন (২৮)। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হারান নগর এলাকার জমির আলীর ছেলে এবং পেশায় রং মিস্ত্রী।
এজাহার সূত্রে জানা গেছে, সাভারের কাতলাপুরের আমতলা এলাকার ভুইয়া বাড়িতে ভাড়া থাকতেন ভুক্তভোগী গৃহবধু। ওই বাড়িতে প্রায় ১ মাস যাবৎ রংয়ের কাজ করছিলো রিপন। ভুক্তভোগীর স্বামী গত ২৪ মার্চ দুপুরে খাওয়ার পর কাজে চলে গেলে রিপন কলিং বেল চাপে। কাজ করার সুবাধে পরিচিত হওয়ায় ওই গৃহবধূ রিপনকে বাসার ভিতরে ঢুকতে দেয়। এসময় রিপন পানি পান করতে চায়। গৃহবধূ তাকে পানি দিয়ে বেসিনে গেলে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে রিপন। এসময় ধস্তাধস্তিতে ওই গৃহবধূ তার থুতনিতে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন।
পরে তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এগিয়ে এলে রিপন পালিয়ে যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রং মিস্ত্রী রিপনকে গ্রেফতার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃত রং মিস্ত্রী রিপনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।