বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে সীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে সাভারের রাজাশন এলাকার লিমা আক্তারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহত ওই গৃহবধূর স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে।
পুলিশ জানায়, রাতে নিজ ভাড়া ঘরে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে। স্থানীয়দের ধারণা ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে পালিয়ে গেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েদুর রহমান বলেন, ময়না তদন্তের পরে জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস