বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
সাভার উপজেলায় চলছে ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। যা চলবে আগামী ৩১ আগস্ট ২০২২ পর্যন্ত। শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয় এ কার্যক্রম।
ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সাভার উপজেলার ২৭টি নিবন্ধন কেন্দ্রে ভোটারদের হালনাগাদ করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে ছবি তোলা হবে। প্রত্যেক ভোটারের ছবি ও হালনাগাদ করতে সময় লাগছে মাত্র ৫ থেকে ৭ মিনিট। পর্যাপ্ত সরঞ্জাম ও ডিজিটালাইজেশন প্রক্রিয়া থাকার ফলেই এটি সম্ভব হচ্ছে। ‘
সঠিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ব্যাপারে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রমজান আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে।
ভোটার তালিকা হালনাগাদ করতে আসা নতুন নারী ভোটার সাথী ও অপি আক্তার জানায়, ‘আমি এবার নতুন ভোটার হয়েছি এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম খুবই পছন্দ হয়েছে এবং এত অনুকূল একটা পরিবেশে খুব অল্প সময়ে সব কাজ শেষ হয়েছে বলে আমি আনন্দিত’।
এদিকে সাভার উপজেলায় উপজেলায় গত ১০ জুন ২০২২ থেকে শুরু হয় ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম যা শিমুলিয়া, ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া, সাভার সদর, বিরুলিয়া, বনগাও, তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিন বাজার, কাউন্দিয়া ও পৌরসভাসমূহে পর্যায়ক্রমে চলবে ৩১ আগষ্ট ২০২২ পর্যন্ত।