রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোটার : করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে লকডাউনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ঢাকাজেলা উত্তর তাঁতি লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমনের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে সাভারে।
আজ রবিবার সকালে পৌর এলাকার মজিদপুর, শাহীবাগ, ডগরমোড়া ও বিরুলিয়া রোডের বিভিন্ন স্থানে লকডাউনের মধ্যে যারা জরুরী প্রয়োজনে বাইরে মাস্ক ছাড়া বের হয়েছেন তাদেরকে সচেতন করা হয় এবং মাস্ক বিতারণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সাগরসহ ঢাকাজেলা উত্তর তাঁতি লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন ঢাকাজেলা উত্তর তাঁতি লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন বলেন, সাধারণ মানুষ এখনো করোনার নিয়ে সচেতন না।
অনেকেই মাস্ক পড়তে চায়না তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সবাইকে সচেতন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ পৌর এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করলাম। আমাদের এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।