বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি মহাসড়কের সিএন্ডবি বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের সামনে গিয়ে শেয় হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীগন বিক্ষোভে অংশ নেন।
৪ই ফেব্রুয়ারী নড়াইলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজানো রায়ের প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে। পরে এক পথ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রহমান বাবুলের সভাপতিত্বে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, সহ-সভাপতি জহিরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, সহ-সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ রানা, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, শাজাহান সাজু, কামরুল ইসলাম, জাকির হোসেন, আলাউদ্দিন, সুমন মজুমদার, সৈয়দ আরিফ, সুজন মিয়াসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা তারেক রহমানের বিরুদ্ধে রায়কে প্রহসনমূলক বলে আখ্যা দেন এবং তা প্রত্যাখ্যান করেন তারা অবিলম্বে রায় বাতিলের দাবি জানান।
এসএস