রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোটার : করোনা সংকট কালে শিল্পাঅঞ্চল সাভার ও আশুলিয়ার সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষরা যখন ঈদের কেনা কাটা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কিনতে সংকটে পড়ে ছিলো ঠিক সেই মূহুর্তে সাভারে তিন দিনব্যাপী বিনামূল্যে এক মিনিটের ঈদ বাজারের আয়োজন করলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এ বাজার থেকে ৫০০ পরিবার ঈদের খাবার-জামা-কাপড় পাবেন।
আজ মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে তিন দিনব্যাপী এ ঈদ বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এই ‘ঈদবাজার’ চলবে আগামী তিন দিন।
এক মিনিটের এই বিনামূল্যে ঈদ বাজারে এ অঞ্চলের বিভিন্ন বয়সী ৫০০ মানুষ নিজদের পছন্দমত শাড়ি, লুঙ্গিসহ নানা পোশাক নিতে পারছেন। সেই সাথে ঈদের সেমাই, পোলাও’র চাউলসহ বিভিন্ন পণ্য নিচ্ছে মানুষেরা নিজ হাতে।
এছাড়া পরিবার পরিজন নিয়ে ঈদে রান্না কারে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে খাসির মাংস। সমাজের হতদরিদ্র মানুষেরা এই এক মিনিটের ঈদ বাজারে পোশাক নিতে এসে বলেন, বিনামূল্যে পবিত্র ঈদুল ফিতরের পোশাক পেয়ে তারা এবারের ঈদ স্বাচ্ছন্দে করতে পারবেন।
জমজমাট এ ঈদের বাজারে রঙ বেরঙের জামা-কাপড়ের পশরা সাজিয়ে বসেছে বিভিন্ন স্টল। সেই স্টলে পছন্দের ‘পিরান’ দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল ছয় বছরের শিশু তানিয়া। বাবা ভ্যানচালক আব্দুর রহিম। এই করোনায় সেভাবে বাজার কাজ নেই। এমন পরিস্থিতিতে যেখানে খাবার যোগাড় করাই কষ্ট সেখানে ঈদে নতুন পিরানের (জামা) আবদার করার সাহস-ও পায়নি ছোট্ট তানিয়া।
অথচ মঙ্গলবার দিনটিই যেন ছিল তানিয়াদের মতো অসংখ্য মানুষের। সেই তানিয়াকেই বিস্মিত করে তার চোখেমুখে হঠাৎ ‘খুশির ঝিলিক’ তুলে দিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
পরম আদরে তাকে কাছে ডেকে নিয়ে মমতা মাখানো কণ্ঠে বললেন, ‘কোন জামাটা তোমার পছন্দের? একে একে নিজের পছন্দের জামাটার দিকে আঙ্গুল তুলতেই তা নামিয়ে তুলে দিলেন তানিয়ার হাতে। পছন্দের সেই জামা পেয়ে যতটা না বিস্মিত তার চেয়ে মহাআনন্দে আত্মহারা তানিয়া। জামা পেয়েই তা দেখাতে ছুটলো মায়ের কাছে।
মেয়ের হাতে নতুন জামা দেখে বিস্মিত বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করা তানিয়ার মা। ঈদের আগে এভাবে কে জামা দিল? সেটা জানতে বাড়ির বাইরে আসতে মমতা বেগমেরও যেন বিস্ময়ের ঘোর কাটছিল না। ঈদে খাদ্যসামগ্রী ছাড়াও তিনি পেলেন নতুন শাড়ি। কেবলমাত্র এই মা আর শিশুই নয়, অভূতপূর্ব এমন অনন্য অভিজ্ঞতার মুখোমুখী হলেন তানিয়া আর মমতার মতো ৫০০ পরিবার।
করোনা মহামারিতে কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গত বছরের মতো এবারও সাভারের হেমায়েতপুরে ব্যতিক্রমী ‘এক মিনিটের ঈদবাজার’ চালু করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
ব্যতিক্রমী এই বাজারের উদ্যোক্তা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, ‘করোনাভাইরাসের কারণে কর্ম হারানো অনেক মানুষের হাতে অর্থ নেই। অনেকে এমন আছেন যারা কারো কাছে হাত পর্যন্ত পাততে পারেন না। মূলত সেইসব মানুষসহ অসহায় এবং কর্মহীনদের জন্য কিছু একটা করার প্রয়াসে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছি। ঈদে তাদের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি একটু আনন্দ বিলিয়ে দিয়েই ভাগাভাগি করতে চাই ঈদের খুশি।’
ঈদবাজার উদ্বোধন শেষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সাংবাদিকদের বলেন, ‘আমি দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি এই মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে। আমার আহ্বানে সাড়া দিয়ে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রমজান মাসজুড়ে বিতরণ করেছে মানবতার ইফতারি। আমি নিজেও প্রতিদিন সাভারের নানা প্রান্তে ঘুরে অসহায় কর্মহীন মানুষদের মধ্যে খাবার বিতরণ করছি। যাতে একটি মানুষও না খেয়ে থাকে।’
‘এক মিনিটের ঈদবাজার’ দেশের মানুষদের জন্যে মানবতার দৃষ্টান্ত উল্লেখ করে মঞ্জুরুল আলম রাজীব বলেন, ‘এভাবে সবাই নিজ নিজ সামর্থ থেকে এগিয়ে এলে একসঙ্গে অনেকের মুখে হাসি ফোটানো সম্ভব।’
‘কেউ যদি ঈদের প্রকৃত আনন্দ পেতে চান তাদের বলবো, আপনারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসুন। কারণ ভোগে নয়, ত্যাগেই সুখ’-যোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।