শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
প্রতীকী ছবি।
তৌহিদ হাসান(রাজু)সাভার প্রতিনিধি : সাভারে দুটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইরি ফুড ও হাইকো বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, দীর্ঘ দিন ধরে ঋষিপাড়া এলাকার ওই দুটি বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, রুটিসহ নানা খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছিলো। সোমবার দুপুরে ওই দুটি বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সিদ্দিক ডেইরি ফুডের মালিক রাজিব মিয়াকে দুই লাখ ও হাইকো বেকারির মালিক এমএ কুদ্দুস ভূইয়াকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উলাইল এলাকায় নূরে মদিনা বেকারিকে নোংরা পরিবেশে খাবার তৈরি না করার জন্য সতর্ক করে দেয়া হয়। অভিযানকালে র্যাব-৪ এর কোম্পারি কমান্ডার মেজর শিবলী মোস্তফা উপস্থিত ছিলেন।
এসএস