মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে ঘুমন্ত অবস্থায় পিকআপ ভ্যান চালানোর সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক গাড়ি চালক নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ। অপর দুর্ঘটনায় গাড়ী চাপায় এক নারী নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে চালক সোহেল মিয়া গরু নিয়ে সাভারে আসছিলেন। ওই পিকআপ ভ্যানে করে অপর গাড়ি চালক কাওসার সাভারে আসার জন্য ভ্যানে উঠেন। পরে গরু বোঝাই পিকআপ ভ্যানটি মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌছলে চালক সোহেল ঘুমন্ত অবস্থায় সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা গাড়ী চালক কাওসার গুরুতর আহত হলে চালক সোহেল তাকে চিকিৎসারজন্য হাসপাতালে না নিয়ে রাস্তায় এক ঘন্টা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয়দের সন্দেহ হলে সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ পিকআপ ভ্যান চালক সোহেলকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে দ্রুতগামী গাড়ী চাপায় অজ্ঞাত (৫০) এক নারী নিহত হয়েছেন।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম বলেন, এঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।