বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : নববর্ষের প্রথম দিন সাভারে ভ্রমন স্পটগুলিতে ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, বংশাই নদী ও নদীর তীরবর্ত্তী স্থান, সাভার বাজার নতুন ব্রীজ, রিরুলিয়া ব্রীজসহ বিভিন্ন ভ্রমন স্পটগুলিতে দর্শকদের ভীড় ছিল লক্ষণীয়। এ ছাড়া চাইনিজ ও ফাস্ট ফুডের রেস্তোরাঁগুলিতে প্রচুর ভীড় ছিল।
নতুন বছরের প্রথম দিন ও শুক্রবার ছুটির দিন হওয়ায় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কে বেড়াতে যাওয়া দর্শনার্থীদের সংখ্যা ছিল সাধারণ দিনের চেয়ে কয়েকগুণ বেশী। দর্শনার্থীগণ দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন। ভেতরে প্রবেশ করে রাইডসে চড়তে গিয়ে পড়তে হয়েছে আরেক দফা সারিবদ্ধ লাইনে। ফলে টিকিট কেটেও অনেকে রাইডসে চড়তে পারেননি।
ফ্যান্টাসি কিংডমের জেনারেল ম্যানেজার অনুপ কুমার জানান, বছরের প্রথমদিন প্রতিবারের মতো এবারেও ভীড় ছিল। তবে করোনার কারণে ভীড় আগের চেয়ে একটু কম। রাজধানীর মীরপুর হতে পরিবারের সদস্যদের নিয়ে ফ্যান্টাসি কিংডমে বেড়াতে আসা রাসেল, আবুল হোসেন, নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান জানান, প্রতিবারের মতো এবারও নববর্ষের দিন এ পার্কে বেড়াতে এসেছি। ভেবেছিলাম করোনার কারণে ভীড় কম হবে। কিন্ত তা নয়, প্রায় একই রকম। তারা আরও জানান, ক্যাবল কার, উড়োন দোলাসহ বেশ কয়েকটি রাইডসে দারুণ ভীড় রয়েছে।
নন্দন পার্কে বেড়াতে আসা সাভার পৌর এলাকার বাসিন্দা মকবুল হোসেন বাবুল, মহিউদ্দিন, জালাল উদ্দিন ও ফিরোজ কাসেম জানান, বছরের প্রথমদিন বাচ্চারা বায়না ধরেছে তাই ঘুরতে এসেছি। তারা আরও জানান, এ পার্কটিতে করোনা পরিস্থিতির মধ্যেও প্রচুর ভীড় রয়েছে।
এদিকে সাভারের বংশাই নদী পথে দর্শনার্থীরা এ দিন ঘুরেছে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে। থানা ঘাট, মানু মিয়ার বাড়ীর ঘাট, সাভার বাজার থেকে নৌকা ভাড়া করে দিনভর ভাড়ায় নৌকা নিয়ে ঘুরেছেন অনেকেই।
এছাড়া নদী তীরবর্ত্তী স্থানগুলিতে ঘুরে বেড়িয়েছেন অনেকে। সাভার বাজার নতুন ব্রীজ, রিরুলিয়া ব্রীজসহ বিভিন্ন পয়েন্টে দর্শকদের ভীড় ছিল লক্ষণীয়। অনেকে ছুটেছেন সাভার ছেড়ে রাজধানী শহরে কিংবা ধামরাইয়ের আলাদিন পার্কে। এ দিন জাতীয় স্মৃতিসৌধ বন্ধ থাকায় অনেকে স্মৃতিসৌধ গেইট পর্যন্ত গিয়ে বিফল মনোরথে ফিরে গেছেন। এ দিনটিতে সাভার বাস স্ট্যান্ডের আশপাশে গড়ে ওঠা চাইনিজ রেস্তোরাঁ ও থানা রোডের চাইনিজ রেস্তোরাঁ এবং ফাস্ট ফুডের দোকানগুলিতে ভোজন রসিকদের প্রচুর ভীড় ছিল।
এসএস