বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে গলাকাটা এক নব জাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,দুপুরে উত্তর রাজাশন এলাকার একটি বাড়ির গলির মধ্যে জবাই কৃত এক নব জাতকের দেহ ও পাঁচ ফিট দুরত্বে মাথা দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তিন চার দিন আগে জন্ম নেওয়া ওই নবজাতককে হত্যা করা হয় বলে ধারণা করছে।
এবিষয়ে সাভার মডেল থানার তাহমুদুল ইসলাম,কে বা কারা ওই নবজাতককে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস