সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভার মহাসরকে পিকাপভ্যানের চাপায় রিপন কুমার ঘোষ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।বুধবার সকাল ১০ টা দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে গেন্ডা এলাকায় এঘটনা ঘটে।
নিহত রিপন কুমার ঘোষ রাজশাহী জেলার চারঘাট থানার অনিল কুমার ঘোষের ছেলে।
পুলিশ জানায়, সকাল ঢাকার দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলো রিপন । সাভারে গেন্ড এলাকায় পৌছালে সামনে থাকা একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে মাটিতে পড়ে যায় তিনি। এসময় পেছনে থাকা একটি পিকভ্যান রিপনের উপর দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই মৃত্যু হয় তার।
বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খাঁন বলেন, নিহতের মরহেদ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগে ভিত্তিতে আইনানুত ব্যবস্থা গ্রহন করা হবে।