রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে র্গামন্টেস ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, রৌপ্যসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত ভোর রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকায় ডিসান গার্মেন্টস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আহছান মিয়ার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, ভোর রাতে একতলা বাড়ির প্রাচীরের ওয়াল টপকিয়ে ১০/১২ সদস্যের একদল অস্ত্রধারী ডাকাত বাথরুমের ভেল্টিলেটর ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে আহছান মিয়া ও তার মা মল্লিকা বানুকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে আলমীরার তালা ভেঙ্গে নগদ টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার, কয়েক ভরি রৌপ্যসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
এ ঘটনায় আহছান মিয়া ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছে। ডাকাতির খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ ওই বাড়ি পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।