রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
“পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই শ্লোগান সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এসময় দুইশতাধিক মাদরাসা শিক্ষার্থীসহ প্রায় পাঁচশতাধিক মানুষের মাঝে প্যাকেট দুধ বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও চিত্রাকন প্রতিযোতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কার হয়। অন্যদিকে দিবসটি উপলক্ষে সকালে আমিন বাজারও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামুল্যে দুগ্ধ বিতরণ করা হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার শাহেদা আখতার। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাজেদুল ইসলাম, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, সাভার উপজেলা ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।