রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কিছু বাড়ি ঘর। সোমবার ভোর রাতে সাভারের রাজাশনের ধরেন্ডা এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর রাতে ধরেন্ডা এলাকায় একটি বাড়ির গ্যাসের রাইজারে আগুন লাগে। পরে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়দের দাবি সাভার ও আশুলিয়ায় প্রাইয় গ্যাস লাইনের লিকেজ থেকে রাইজারে আগুন লেগে বাড়ি ঘর ও মানুষের ক্ষতি হচ্ছে। কিন্তু কোন পদক্ষেপ নেন না গ্যাস অফিস।