বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ।
পুলিশ জানায়,সাভার পৌর এলাকার আইচানোয়াদ্দা এলাকায় আট বছরের এক শিশু তার বাবা মার সাথে ভাড়া থাকতেন। পরে ওই শিশুর বাবা মামা গার্মেন্টেস কাজে গেলে প্রতিবেশী শাহাজান নামের (৫৫) এক রিক্সা চালক গতকাল রাতে তাকে চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে শিশুটি রাতেই তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি জানালে রিক্সা চালক শাহাজানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। আটক ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএস