মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের অদূরে ঝুঁকিপূর্ণ সালেপুর সেতুর মেরামত কাজ সম্পন্ন করেছেন প্রকৌশলীরা।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আজ সেতুটি খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেপুরে পাশপাশি দুটি সেতুর একটির নিচের গার্ডারে (ভিম) ফাটল দেখা দেওয়ায় গত ১৩ জানুয়ারি ঢাকামুখী অংশটিতে যান চলাচল বন্ধ রেখে মেরামতের কাজ শুরু করে কর্তৃপক্ষ
ঢাকা সড়ক ও জনপথ বিভাগ বলছে, নব্বইয়ের দশকে সালেপুরে তুরাগ নদের ওপর পূর্ব ও পশ্চিম পাশে পাশপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। পূর্ব পাশের সেতু ব্যবহার হয় রাজধানীতে যানবাহন ঢোকার জন্য। আর পশ্চিম পাশের সেতু ব্যবহার হয় রাজধানী থেকে যানবাহন বের হওয়ার জন্য।
পূর্ব পাশের সেতুর নিচের তিন টি গার্ডারে (ভিম) ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ওই সেতুর ওপর দিয়ে ২৬ দিন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে সালেপুর সেতুর উভয় পাশে প্রতি মুহূর্তেই তীব্র যানজটের সৃষ্টি হয়। রাতে এই যানজট ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ চরমে ওঠে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল-মামুন বলেন, প্রকৌশলীদের রাত-দিনের পরিশ্রমে ঝুঁকিপূর্ণ সেতুর মেরামত কাজ মোটামুটি সম্পন্ন করা হয়েছে।
সড়ক এবং সেতুমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেতুতে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি নব্বইয়ের দশকে নির্মিত সেতুর পাশেই আজ সড়ক ও সেতুমন্ত্রী দ্বিতীয় সালেপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
এসএস