বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজে ফাটল দেখা দেওয়ায় রবিবার টানা চতুর্থ দিনের মত মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় চলাচল করছে।
এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ব্রীজটির ফাটল আজ রবিবার থেকে মেরামত শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। জীবনের ঝুঁকি নিয়েই ভগ্নদশা ব্রীজটির ওপর দিয়ে যানচলাচল করছে। যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছেন সড়ক ব্যবহারকারীরা। গত চারদিন ধরে মহাসড়কে যানজট ঠেকাতে হিমশিম খাচ্ছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
সাভার হাইওয়ে থানা পুলিশের ওসি বলেন, গত চারদিন আগে তুরাগ নদীর উপর প্রায় এক’শ বছর আগে নির্মিত ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজে আটটি বীমের মধ্যে চারটিতে ফাটল দেখা যায় এবং ব্রীজটির এক পাশে দেবে যায়। একপাশ দিয়ে যানবাহন চলালচ করার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় ব্রীজটি ঝুকিপূর্ণ ঘোষণা করে ভারি যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। এদিকে আজ থেকে ঝুঁকিপূর্ণ ব্রীজটির মেরামত কাজ শুরু করেছে সড়ক বিভাগ।
যানজট এড়াতে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ব্রীজটি মেরামত করতে আরও ৩ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে।
এসএস