বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার পৌরসভা অবস্থিত হতদরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে স্বাস্থ্য কৌশল নীতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র হাজী মো: আব্দুল গনি।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবজোন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াকিলুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান সাথী, দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, কাউন্সিলর আব্দুস সাত্তার, কাউন্সিলর সেলিম মিয়া, কাউন্সিলর আয়নাল হক গেদু, কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দিন, কাউন্সিলর ডারফিন আক্তার, সীমা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক গোবিন্দ আচার্য্য, রোজ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আব্দুল হালিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালেকা আক্তার জাহান, সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডা: কাজী আয়শা সিদ্দীকা, ঢাকা আহসানিয়া মিশনের সহকারী পরিচালক মো: মোখলেছুর রহমান, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার মো: মাহফুজুল ইসলাম, এমআইএস অফিসার ইঞ্জিনিয়ার মো: মইনুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের সাভারের পেপসেপ প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, টেকনিক্যাল অফিসার মোঃ আশাদুল হক, ফাইনান্স এন্ড এ্যাডমিন অফিসার মোঃ মাসুদ হোসেন রাজীব, সার্ভিস প্রমোটরগণ ও কমিউনিটি ভলান্টিয়ারগণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা আহসানিয়া মিশনের পেপসেপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ আশাদুল হক।
সভায় বক্তারা সাভার পৌরসভার স্বাস্থ্য কৌশল নীতির মধ্যে কিছু সংযোজন করার পরামর্শ দেন।
এসএস