রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার ও ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ী ও জুয়ারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
র্যাব জানায়, সাভারের আমিনবাজার এলাকায় মাদক ব্যবসায়ী সোহেল ও সাগর ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপ ভ্যান থেকে ২৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে জুয়ারী ও মাদক ব্যবসায়ী শামিম, সুলতান, শ্রী বাবু, তরিকুল, মোস্তফা, শাহাদাৎ, শহীদুল ও রাজুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মাদক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার ও ধামরাই থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস