বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চারিগ্রাম এলাকায় ৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাজ্ঝেন। এছাড়া দেশব্যাপী প্রায় ৭০ হাজার দৃষ্টি নন্দন বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে। শনিবার ২৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বাড়িগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
প্রকল্পের নকশানুযায়ী যথাযথভাবে বাড়ি নির্মাণের পাশাপাশি বাড়িগুলোর প্রাইভেসি নিশ্চিত করার জন্য দৃষ্টি নন্দন সীমানা প্রাচীর, ওভারহেড ট্যাংকির মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং টয়লেটের সেপটিক ট্যাংক ও ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্না ঘর ও ঘরের সামনে খোলা বারান্দা রয়েছে।
শনিবার ৬৯ হাজার ৯০৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশব্যাপী বিভিন্ন জেলা-উপজেলায় ভূমি ও গৃহহীনদের মাঝে এসব ঘর বিতরণ করা হবে।
‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এ গৃহপ্রদান কর্মসূচি উদ্বোধন হবে। প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকেই সারাদেশে এ কর্মসূচি চলমান রয়েছে।
এদিকে, বুধবার সংসদে সংরক্ষিত নারী আসনের সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর ঘূর্ণিঝড় আক্রান্ত ও নদীভাঙন কবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে একটি প্রকল্প গ্রহণ করে। ১৯৯৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট তিন লাখ ৮৫ হাজার ৪৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি মানুষও গৃহহীন থাকবে না- এ লক্ষ্য সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একক গৃহনির্মাণের মাধ্যমে দেশব্যাপী প্রথম পর্যায়ে ৬৬ হাজার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ করে দেওয়ার কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে আট লাখ ৮৫ হাজার ৫২২টি পরিবারকে গৃহনির্মাণ ও ব্যারাকের মাধ্যমে পুনর্বাসন করা হবে।
এসএস