বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারের বিরুলিয়া ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মো. সোহেল মিয়া। এঘটনায় অভিযুক্ত হিসেবে বিরুলিয়া ইউনিয়নের আইঠর এলাকার প্রান্ত ও তার বাবা রানা’র নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত বখাটে এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।
মেয়েটির শারীরিক ও মানসিক অবস্থা এখন সংকটাপন্ন বলে জানিয়েছেন তার পরিবার ।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশি বখাটে প্রান্ত। পরে গত ২৫ নভেম্বর অভিযুক্ত বখাটে সুযোগ বুঝে ভুক্তভোগী ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।অভিযোগকারী আরও জানান, ঘটনার পর তার মেয়েকে এঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয় প্রান্ত। পরে এঘটনা তার মেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা প্রান্তর বাবা রানা কে বিষয়টি জানালে তিনি তাদের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে ঘটনাটি কাউকে না জানানোর অনুরোধ জানান। কিন্তু কিছুদিন পরে থেকে বিয়ে না দেওয়ার তাল বাহানা শুরু করে ছেলেটির পরিবার।