সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
সাভারের হেমায়েতপুর এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-৪ এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- মো. জামাল উদ্দিন, মো. সজিব ও মো. জয়।
র্যাব জানায়, সকাল ৮টার দিকে র্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যের ৮৭০ গ্রাম হেরোইন, পাঁচটি মোবাইল ও মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
র্যাবের একটি সূত্র জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজশে বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে। এরপর তারা ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সেগুলো বিক্রি করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।