সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : সাভার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে সাভারে বিভিন্ন সবজি ও মাছ বাজারে অভিযানের পাশাপাশি করোনা ভাইরাসে মাস্ক না পরায় বিভিন্ন ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।