বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভার পৌরসভা নির্বাচনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। দ্বিতীয় ধাপে সাভার পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। গত বুধবার (২ ডিসেম্বর) সাভার পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। গত ৬ ডিসেম্বর রবিবার থেকে ৯ ডিসেম্বর বুধবার বেশ ২ জন মেয়র ও ৩৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও বিএনপি ও আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থীর নাম এখন ঘোষণা করেননি। কিন্তু ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার প্রচারনাও শুরু করেছে।
সাভার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইবাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। আগামী ১৬ জানুয়ারী সাভার পৌরসভার ১ লক্ষ ৮৮ হাজার ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাভার পৌরসভা নির্বাচনে তফফিল ঘোষণার ৬ষ্ঠ দিন বুধবার মেয়র পদে এ পর্যন্ত ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, সাভার পৌর বিএনপি’র সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদাক মাসুদ চৌধুরী। কাউন্সিলর পদে এ পর্যন্ত ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা (১,২ ও ৩) আসনে ৫ জন, (৪,৫ ও ৬) আসনে ২ জন ও (৭,৮ ও ৯) আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার মনোনয়নপত্র উত্তোলন করেন, মেয়র পদে মাসুদ চৌধুরী। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ডে নূরে আলম সিদ্দিকী নিউটন, ৩নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন দিলু, ৭নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন। মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে ইয়াসমিন আক্তার সাথী ও ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাভার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোঃ ফখর উদ্দিন সিকদার বলেন, যে সকল প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন, তাদের অবশ্যই আচরণ বিধি মেনে চলতে হবে। প্রতীক বরাদ্দের পূর্বে কোন রকম নির্বাচনী প্রচার প্রচারণা বা লিফলেট বিতরণ করা যাবে না। এসময় তিনি আরো বলেন, যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের নির্বাচনী এলাকায় পোস্টার বা ফেস্টুন নিজ দায়িত্বে অতিশীঘ্রই অপসারণ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস