বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : মনোনয়ন প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার সাভার পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কুটি মোল্লা প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তার পক্ষে প্রার্থীতা প্রত্যাহারপত্র জমা দেন তসলিম উদ্দিন ওসমানী। মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র গ্রহণ করেন সাভার উপজেলা নির্বাচন অফিসার ও সাভার পৌর সহকারী রিটার্ণিং অফিসার মোঃ ফকর উদ্দীন শিকদার। একই সংগে বিভিন্ন ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এছাড়া পৌর সভার ২ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা তাইজউদ্দিন তাজু মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্যানেল মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন। আজ ৩০ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্র্ণ এ সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
মেয়র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান কুটি মোল্লা মনোনয়ন প্রত্যাহারকালে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাভার পৌর নির্বাচনে মোঃ আক্তারুজ্জামান কুটি মোল্লা প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন দলীয় প্রার্থী। তারা হলেন, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র হাজী আঃ আব্দুল গনি, সাভার পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো: রেফাত উল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মোশাররফ হোসেন।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রত্যাহার করেছেন ১, ২, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সেলিনা পান্না, ১ নম্বর ওয়ার্ডে নার্গিস আক্তার, শফিউল্লাহ সুজন ও জসিম উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের তাজউদ্দিন আহমেদ তাজুল, ৩ নম্বর ওয়ার্ডে আকবর হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে রতন সাহা, ৬ নম্বর ওয়ার্ডের আরিফুর রহমান ও আতিকুর রহমান এবং ৯ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ জহিরুল ইসলাম।
এসএস