সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:২১ অপরাহ্ন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদৎ হোসেনের তত্ত্বাবধানে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের অর্থায়নে দু’টি উচ্চ বিদ্যালয়ের ২৪ জন এবং পৃথক আরও ৬টি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বিনামুল্যে বাইসাইকেল প্রদান করা হয়।
শনিবার ১৪ (আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে জয়মন্টপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ স্থানীয় জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের ১৬জন এবং রায়দক্ষিণ কোহিনুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮জন ছাত্রীকে এ বাইসাইকেল প্রদান করেন । এছাড়াও পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বাইসাইকেল প্রদান করা অন্যান্য ৬টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে রয়েছে বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়,বায়রা উচ্চবিদ্যালয়, পারিল নুর মহসিন উচ্চবিদ্যালয়, নবগ্রাম উচ্চবিদ্যালয়, গোলাইডাঙ্গা উচ্চবিদ্যালয়, কালিয়াকৈর খান উচ্চবিদ্যালয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার- মানিকগঞ্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান)
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, আজকের এই ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই গার্ডিয়ানদেরকে বলছি এদেরকে যথাযথ ভাবে খেয়াল রাখবেন যাতে ভবিষ্যতে প্রকৃত মানুষ হয়ে দেশ ও সমাজের উপকারে আসতে পারে।