শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রংপুরে সেচ খালে বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ এবং র্যাব। রবিবার ভোরে সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়নের দক্ষিণ মমিনপুর পালপাড়ায় সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লিশ ও স্থানীয়রা জানায়, ভোরে উক্ত এলাকার লোকজন একটি বস্তা সেচ খালে দেখতে পায় এবং তৎক্ষণিকভাবে তারা উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা আখতার কল্পনাকে জানায়। তিনি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ও র্যাব এসে লাশ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্যে লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে তদন্ত অফিসার এসআই জাকির আহমেদ জানান, তরুণীর পরিচয় তারা এখনো নিশ্চিত করতে পারেনি। তবে তার সাথে একটি লেডিজ পাটস পাওয়া যায়। সেটাতে কিছু টাকা ও একটি কাগজ পাওয়া যায় । এবং সেই কাগজের ভিত্তিতে তারা মনে করছে যে উক্ত তরুণী দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার কলেজ ছাত্রী। তবে তারা এই ব্যাপারে তদন্ত করে নিশ্চিত হতে পারবে।