মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে প্রায় শেষদিকে চলে এসেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের গ্রুপপর্বের খেলা। এরই মধ্যে দ্বিতীয় পর্ব তথা শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ফেলেছে অনেক দল। তবে অপেক্ষায়ও রয়ে গেছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদদের মতো বড় দলগুলো।
মঙ্গলবার রাতে সবশেষ দল হিসেবে শেষ ষোলোতে পৌঁছে গেছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে ড্র করেই তারা পেয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট।
একই সুযোগ ছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সামনেও, পোর্তোর মতো ড্র করেছে তারাও। কিন্তু ঘরের মাঠে প্রায় দ্বিতীয় সারির বায়ার্ন মিউনিখকে হারাতে না পারার ব্যর্থতায় ঝুলে গেছে তাদের শেষ ষোলোর টিকিট।
গ্রুপপর্বে নিজেদের প্রথম চার ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ম্যান সিটি। পঞ্চম রাউন্ডের ম্যাচে তাদের জয়যাত্রা থামিয়েছে পোর্তো। তবে হারাতে পারেনি, গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ। একের পর এক সুযোগ নষ্টের মাশুল দিয়েই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।
এ ড্রয়ের পর সি গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যান সিটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে পোর্তো। তিন নম্বরে থাকা অলিম্পিয়াকোসের সংগ্রহ পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট।
অন্যদিকে এ গ্রুপে সিটির মতোই অবস্থা বায়ার্নের। প্রথম চার ম্যাচ জিতেই আগেই শেষ ষোলোতে পা রেখেছে তারা। তাই অ্যাটলেটিকোর বিপক্ষে পঞ্চম রাউন্ডের ম্যাচটিতে প্রায় দ্বিতীয় সারির দলই নামান কোচ হান্স ফ্লিক। এতে জয় অবশ্য পাননি, তবে হারতেও হয়নি।
নিজেদের ঘরের মাঠে ম্যাচের ২৬ মিনিটে হোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এই এক গোলেই জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা। কিন্তু ৮৬ মিনিটের সময় থমাস মুলারের করা পেনাল্টি গোলে ড্র হয় ম্যাচটি। স্টেফান সেভিক মুলারকেই ফাউল করলে পেনাল্টিটি পায় বায়ার্ন।
এই ম্যাচের পর এখন বায়ার্নের সংগ্রহ ৫ ম্যাচে ১৩ পয়েন্ট। তাদের শেষ ষোলো আগেই নিশ্চিত। তবে সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ঝুলে রয়েছে অ্যাটলেটিকোর ভাগ্য। শেষ ম্যাচে সালজবার্গের বিপক্ষেই নিশ্চিত হবে তাদের বিদায় অথবা শেষ ষোলোর টিকিট।
এসএস