রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল ফেরদৌসী মানসুরা উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম শেখের স্ত্রী। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার আরও এক সন্তান রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন মানসুরা। সকালে বাড়ির লোকজন খাটের ওপর তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মাহফুজা খাতুন জানান, ওই গৃহবধূর গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী-শাশুড়ি পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএস