রবিবার, ১১ মে ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : সার্জিও আগুয়েরোর জোড়া গোলের পরও ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলও ম্যানচেস্টার সিটিকে। টানা তিন জয়ের পর শনিবার নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।
প্রথমার্ধে কর্ণার থেকে পাওয়া বল হেড করে সিটির জালে জড়িয়ে এক গোলে সফরকারিদের এগিয়ে নেন জেঙ্ক তসুন। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। খেলার ৮২ মিনিটে জেসুসের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। ৮৭ মিনিটের মাথায় আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। মাঁদির ক্রসে হেড করে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান আগুয়েরো।
তবে শেষ মিনিটে জাহার ক্রস থেকে ফের্নান্দিনিয়োর পায়ে লেগে বল জালে জড়ালে সমতায় ফেরে প্যালেস। এই ড্রয়ে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রইল গুয়ার্দিওলার দল। দুই ম্যাচ কম খেলা লিভারপুল ৬১ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে।
দিনের আরেক ম্যাচে ওয়াটফোড্রের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। আর ঘরের মাঠে আর্সেনাল পয়েন্ট হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। ১-১ ড্র করেছে মিকেল আর্তেতার দল।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস