রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : শনিবার (৩ অক্টোবর) ঢাকা থেকে ফেরার পথে এডভেঞ্চার-৯ এ জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার মা-বাবার এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি।
জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোহাম্মদ ফোরকান হাওলাদার ও মোসাম্মৎ ফাহিমা বেগম দম্পতি ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন এবং মিসেস নিজাম শিশুটির নাম রাখেন নুসাইবা। নবজাতক ও তার মাতা-পিতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শিশুটির বাবা মোহম্মদ ফোরকান হাওলাদারের (০১৭১৮৫৩২১৫৪) নম্বরে ফোন করলে তিনি লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন।
এসএস