সোমবার, ১২ মে ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চট্টগ্রাম নগরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও তিনটি স্টিলের ছোরা জব্দ করা হয়।
রোববার (১৩ ডিসেম্বর) তিনটি পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নুরুল হক সজীব (২৯), মো. শহীদ ওরফে চৌধুরী (২৭), আবদুল খালেক (৪০), মো. ইব্রাহিম (৪২), মো. সাব্বির প্রকাশ ছাব্বির (৪৪) ও মোস্তাকিন হোসেন মিঠু (৩৫)।
এদের মধ্যে মো. সাব্বির প্রকাশ ছাব্বিরকে গোপালগঞ্জ থেকে ও মোস্তাকিন হোসেন মিঠুকে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে এবং বাকি চারজনকে নগরের ওয়াসা মোড়ের জামেয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘এই ডাকাত দলটি সিএনজি অটোরিকশাযোগে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিশেষ কৌশলে ডাকাতি করে থাকে। দুজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দলটি বিশেষ করে ব্যাংকপাড়া টার্গেট করে সিএনজি অটোরিকশায় ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে পথচারীকে অস্ত্রের মুখে অটোরিকশায় তুলে নিয়ে টাকাসহ মূল্যবান সামগ্রী কেড়ে নেয়। পরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ফেলে চলে যায়।’
তিনি বলেন, ‘প্রথমে এই চক্রের দুই সদস্যকে গোপালগঞ্জ ও সিআরবি থেকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জামেয়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে বাকি চারজনের দলটিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও তিনটি স্টিলের ছোরা জব্দ করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।’
এসএস