দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে রেল লাইন ক্রসিং এর সময় ট্রেনের ধাক্কায় আবুল হাশেম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজ মোটরসাইকেলে জীবননগরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় আহত হয়েছেন তার সঙ্গী জব্বার ফকির (৪৬)।
মঙ্গলবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি ট্রেনের ধাক্কায় নিহত হন আবুল কাশেম। উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত জুড়ন মন্ডলের ছেলে আবুল হাশেম ও করর্চ্চাডাঙ্গা গ্রামের মৃত গণি ফকিরের ছেলে জব্বার ফকির।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে জীবননগরে চিকিৎসকের কাছে আসছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে পাঁকা আন্দুলবাড়িয়া সড়কের গ্যাং কোয়ার্টার গেট রেল লাইন অতিক্রম করার সময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ি আপ ট্রেন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবুল কাশেম নিহত হন এবং জব্বার ফকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত জব্বার ফকিরকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস