Dailybdnews360.Com
- ২১ জুলাই, ২০২০ / ৪২৯ বার পঠিত
সাইফুল ইসলাম সাকিব ভোলা জেলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ি কোনা বাজারের মাঝখানে রাস্তার বেহাল অবস্থা। এই অবস্থা নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে । রাস্তার অবস্থা ভালো না থাকায় ভোগান্তিতে পরতে হয় ড্রাইবার ও যাত্রীদের।
একজন ড্রাইবার জানান রাস্তায় অনেক বড় বড় গর্ত পানির জন্য গর্ত দেখা যায় না। যে কোনো সময় গাড়িপল্টি খাওয়ার সম্ভবনা থাকতে পারে।
বাজার ব্যবসায়ী মোঃ কবির ও সফিক জানান, একটু বৃষ্টি হলে কাঁধা আর পানি জমে দুর্বিসহ জনজীবন। এই রাস্তাটি কে আদিম যুগকে ও হার মানাবে। দিন দিন এই রাস্তাটি যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পরছে । এই বাজারের মধ্যে রাস্তাটা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ।
বাজার কমিটির সভাপতি আঃ রব মেম্বার জানান, প্রতিদিন মানুষ দূর্ঘটনার মুখে পড়ছে। তাই দ্রুত আমাদের এই বাজারের মধ্যের রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হোক। এর পাশাপাশি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন এমপি মহোদয় ও প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস